চাঁদপুর ওয়ারলেস এলাকায় আবির হোন্ডা শোরুমের উদ্বোধন

চাঁদপুর শহরের ওয়ার‌লেস এলাকায় হোন্ডা কোম্পা‌নির ১৭৭তম শোরুমের শুভ উ‌দ্বোধন হ‌য়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়া‌রি) বি‌কে‌লে ফিতা ও কেক কেটে আ‌বির হোন্ডা শোরু‌মের উ‌দ্বোধন ক‌রেন বাংলাদেশ হোন্ডা প্রাই‌ভেট লি‌মি‌টে‌ডের সিইও সি‌গেরু মাৎসুজা‌কি।

সাব স‌্যাকশন হেড (ডিলার ডেফলাপ‌মে‌ন্ট) মোঃ ইমরান হো‌সাইনের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, চাঁদপুর জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান ওচমান গ‌ণি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, বাংলাদেশ হোন্ডা প্রাই‌ভেট লি‌মি‌টে‌ডের সিএমও শাহ মোঃ আ‌শিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শাহাদাৎ হো‌সেন শান্ত, সদর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আইয়ুব আলী বেপারী, এড‌ভোকেট জ‌সিম উ‌দ্দিন পাটওয়ারী, হোন্ডা কোম্পা‌নির চট্রগ্রাম বিভাগীয় রিজওয়াল ম‌্যা‌নেজার (সেলস) আবুল কালাম, রিজওয়াল ম‌্যা‌নেজার (প্রোডাক্ট) আরাফাত রহমান, নোয়াখালীর চৌমহনী‌র ডিলার রহমান মট‌রের সত্ত্বাধিকারী নুরুর রহমান, আ‌বির হোন্ডা শোরু‌মের ডিলার আ‌বির পাটওয়ারী, শুভ পাটওয়ারী।

এসময় বি‌শিষ্ট ব‌্যবসায়ী ওমর পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপ‌তি গিয়াস উ‌দ্দিন মিলন, র‌হিম বাদশা, সা‌বেক সভাপ‌তি আহসান উল‌্যাহ, সা‌বেক সাধারণ সম্পাদক রিয়াদ ফের‌দৌসসহ অন্যান্যরা উপ‌স্থিত ছি‌লেন।

এখন থেকে চাঁদপুর সকল মানুষ এই শোরুম থেকে সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টসের এক্সক্লুসিভ সুবিধা পাবেন। মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিলারশীপের সার্টিফিকেট শোরুম মালিকের হাতে হস্তান্তর করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর সিইও চীফ মার্কেটিং অফিসার সহ বিএইচএল এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৩০ জানুয়ারি ২০২৪

Share