চাঁদপুরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত একুশে বই মেলা মঞ্চে জেলা থেকে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ চাষারু’র মোড়ক উন্মোচন হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ্ মো. আব্দুল্লাহর সম্পাদনায় ‘চাষারু’ বই মেলা সংখ্যায় জাতীয় ও স্থানীয় জনপ্রিয় লেখকদের লেখা স্থান পেয়েছে।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছোট কাগজটির মোড়ক উন্মোচন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন একেুশে বই মেলা কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত, সদস্য সচিব শহীদ পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ স্থানীয় কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস
|| আপডেট: ১১:০২ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর