চাঁদপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার ১০ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান সভাপতির বক্তব্যে বলেন, ‘সরকার সাধারণ মানুষের দোরগোঁড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
সরকার দেশ ও দেশের মানুষের উন্নয়নে নানামূখি কার্যক্রম হাতে নিয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। মা ইলিশ রক্ষায় সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। অসাধু জেলেরা নদীতে নামতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ’
চাঁদপুর সদর নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা সাজেদা বেগম,পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলামা সমাজসেবা অফিসার মো.জামাল হোসেন,সহকারী প্রাগ্রামার হারুনুর রশিদ,তথ্য সহকারী ফাতেমা বিনতে হানিফ,চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল,চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী,চেয়ারম্যান হযরত আলী বেপারী,চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম,চেয়ারম্যান শাখাওয়াত হোসেন,চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী,চেয়ারম্যান হাজী কাশেম খান, চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী, চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী ও চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক প্রমুখ।
সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের সিএ মো. দিদার হোসেন।
আনোয়ারুল হক , ১০ অক্টোবর, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur