অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ত্রি বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। শহরের নজরুল ইসলাম সড়কের জেলা মহিলা সংসদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মনিরা আক্তার। তিনি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিশিষ্ট সাংবাদিক ও যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক কে প্রধান নির্বাচন কমিশনার করে ছয় সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেন।উক্ত নির্বাচন কমিশন ২১ সদস্যের মাঝে নির্বাচনের আয়োজন করেন।তাদের সকলের উপস্থিতিতে ১১ সদস্যের কার্য নির্বাহী কমিটি গঠনের জন্য তাদের নাম প্রস্তাব পেশ করলে কোন পদে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদের সকলকে নির্বাচিত ঘোষণা করেন।
নতন কমিটির নির্বাচিতরা হচ্ছেন : সভাপতি মনিরা আক্তার, সিনিযর সহ-সভাপতি পাপড়ি বর্মন, সহ সভাপতি জেসমিন আক্তার, কোষাধ্যক্ষ জাহিন আক্তার। এছাড়া সদস্যরা হচ্ছেন : আফরোজা জাহান আখন্দ, জোহরা আনোযার হিরা,ফেরদৌসি বেগম আলো,সায়রা হক কাকলী, রাশেদা আক্তার, নাজমা আলম ওজাহানারা আহমেদ। পরে নতন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মিজান মালিক, জেলা মহিলা সংস্থার উপ পরিচালক ও নির্বাচন কমিশনার নাসিমা আক্তার, নির্বাচন কমিশনার ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, নির্বাচন কমিশনার ও যুগান্তর জেলা প্রতিনিধি মির্জা জাকির, পাপড়ি বর্মণ,তানিয়া ইসলাম প্রমুখ। পরে সবাইকে মধ্যাহ্নভোজে ঁআপ্যায়িত তরা হয়।
স্টাফ রিপোর্টার, ২৬ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur