চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘দেশের অন্যান্য জেলার মধ্যে চাঁদপুর সকল ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশের মধ্যে চাঁদপুর-ই একমাত্র জেলা যেখানে ট্রক্টর নিষিদ্ধ করতে পেরেছি। কোনো জেলার ডিসি-এসপি রাজনৈতিক সহযোগিতা ছাড়া তাদের যে কোনো উদ্যোগ সফল হতে পারবে না।’
রোববার (১১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘চাঁদপুরের আজকে যে অবস্থানে রয়েছে তার পেছনে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা রয়েছে। এ জেলা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মন্ত্রী এমপিরা আমাদের সকল ক্ষেত্রে সহযোগিতা করেছেন বলেনই চাঁদপুরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারছি। চাঁদপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।’
আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক আরো বলেন, ‘সরকারি সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব হলেও অনেকেই আছেন যারা কিছু ক্ষতি হলে বলেন পরে দেখবো। এসব কথা বাদ দিয়ে কিছু ক্ষতি হওয়ার আগে দেখুন এবং ব্যবস্থা নিন। প্রতিটি বিভাগের প্রধানরা সব সময় নিজ দপ্তরের তদারকি করবেন।’
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংরক্ষিক নারী আসনের সংসদ সদস্য অ্যাড. নুরজাহান বেগম মুক্তা এমপি, পুলিশ সুপার শামসুন্নাহার, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০২ : ০০ এএম, ১২ ডিসেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ