চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা গাজী মার্কেটের সামনে থেকে মঙ্গলবার (১৭ জুলাই) রাত পৌনে ১টার দিকে ৬ মাদক মামলার পলাতক আসামীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী চাঁদপুর শহরের জিটি রোডের বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৪০ পিছ ইয়াবা জব্দ করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে বলা হয়, ‘পুলিশ সুপার চাঁদপুরের নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মোঃ ফকরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মোস্তফা চাপরাশি (৪২) কে আটক করে।
তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ১৮ জুলাই ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur