স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কথিত সাংবাদিককে ৩২ পিস ইয়াবাসহ আটক করেছে। আটক কথিত সাংবাদিকরা হলেন মুরাদ হোসেন মুসা (৩২), মহসিন তালুকদার (২৫) ও মুক্তার হোসেন প্রধানিয়া।
আটক কথিত সাংবাদিকরা দীর্ঘদিন অপরাধ চক্র প্রত্রিকার সংবাদিক বলে বিভিন্ন অপরাধ করতো বলে জানায় পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জনা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মতলব দক্ষিন বহরি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশে উপ-পরিদর্শক ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় মুরাদ হোসেন মুসা, মহসিন তালুকদার ও মুক্তার হোসেন প্রধানিয়াকে ৩২ পিস ইয়াবাসহ আটক করে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আটক কথিত সাংবাদিক মুরাদ হোসেন মুসা, মহসিন তালুকদার ও মুক্তার হোসেন প্রধানিয়া, দীর্ঘদিন অপরাধ চক্র নামের একটি প্রত্রিকার সংবাদিক বলে ডিসি অফিস, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন এলকায় বিভিন্ন অপরাধ করে বেড়াতো। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।