ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় ব্যাংকের চাঁদপুর শাখার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক লিমিটেড এর এভিপি ও শাখা প্রধান মুহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে মেডিসিন ডায়াবেটিক এবং বক্ষব্যধি রোগ বিশেষজ্ঞ ডা: ইসমাইল হোসেন ও গাইনি, প্রসুতি ও নি:সন্তান দম্পতির ডা: ফারহানা নারমিন ডিজা আগত রোগীদের রোগের চিকিৎসা দেয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার ম্যানাজার অপারেশন মো: রফিকুল ইসলাম তফাদার, শাখার প্রিন্সিপাল অফিসার মো: খোরশেদ আলম।
শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান কর্মকর্তা মো: আব্দুস সালমের সভাপতিত্বে ও সহকারী কর্মকর্তা মো: আবুল বাসারের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নবাগত শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান কর্মকর্তা মো: কামাল উদ্দিন, সহকারি কর্মকর্তা মো: সাইফুল ইসলামসহ অভিভাবক ও শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান দিনব্যাপি প্রায় ৪৫০ জন শিশু, পুরুষ ও মহিলাকে ‘ফ্রী মেডিকেল ক্যাম্প’ (ডায়াবেটিক, প্রাথমিক চিকিৎসা, মাহিলাদের রোগ বিষয় ও শিশুদের রোগ) বিনামূল্যে ব্যবস্থাপত্র, বিভিন্ন টেস্ট আয়োজন করা হয়। তাদেরকে খাবার, ঔষুধ সামগ্রী, উপহার ও নগদ টাকা প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ