চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল কর্মী কাদির পাটওয়ারী (৩০) সহ দুই জনের উপর হামলার অভিযোগ উঠেছে। গত ২৯ অক্টোবর রাতে ইব্রাহিমপুর ঈদগা মাঠে এই ঘটনা ঘটে। আহত কাদির পাটওয়ারী বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের স্বজনরা জানায়,ইব্রাহিমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মিজান পাটওয়ারীর সাথে একই এলাকার বিল্লাল গোলদারের গত ২৯ অক্টোবর মঙ্গলবার কথা কাটাকাটি হয়।এরই সূত্র ধরে ওই এলাকার জাহাঙ্গীর পাটওয়ারীর নেতৃত্বে প্রায় ১০ জন স্থানীয় সন্ত্রাসী বিএনপি নেতা মিজান পাটওয়ারী ও যুবদল কর্মী কাদির পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়।
আহত মিজান পাটওয়ারী প্রাথমিক চিকিৎসা নিলেও তার ভাতিজা যুবদল কর্মী কাদির পাটওয়ারীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেদক: কবির মিজি, ৩০ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur