ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এবং কন্ট্রাকটিং (সিইসিসি) এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়্যারলেস এলাকার চৌধুরী ভবনের ২য় তলায় চাঁদপুর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ও কন্ট্রাকটিংয়ের প্রধান কার্যালয়ে এ মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিন উল্ল্যাহ বিন নুরী।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ও কন্ট্রাকটিংয়ের সত্তাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ সামাউন কবির, চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খায়রুল ইসলাম নয়ন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার রমজান আলী মৃধা, ইঞ্জিনিয়ার শাহরিয়ার কবির, ওয়্যারলেস জামিয়া ইসলামীয়া ফজলুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বেলালসহ অন্যান্য ইঞ্জিনিয়ার, ঠিকাদার ও বিভিন্ন এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এস এস সি ৯৮ ব্যাসের সকল বন্ধুরাসহ এলকার অন্যান্য ব্যবসায়ীগন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৩ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur