চাঁদপুরে তিন দিনব্যাপি ইজতিমায় আগত মুসুল্লীসহ মাঠের সার্বিক নিরাপত্তায় বুধবার (২৯ নভেম্বর) দুপুরে পুরাণবাজার মধূসুধন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন পুলিশ সুপার শামসুন্নার পিপিএম।
অনুষ্ঠিত বৈঠবে আইনশৃঙ্খরা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ ইজতিমা মাঠে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে তৎপর থাকতে হবে। মুসল্লিরা যাতে কোনো ধরনের সমস্যা মুখে না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে যাতে করে শান্তিপূর্ণ পরিবেশে ইজতিমায় সম্পন্ন হয়।’
এসময় ইজতিমা মাঠের আমির ও অতিরিক্ত পুলিশ সুপারগণ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ইজতিমা মাঠে র্যাব,ডিবি,ডিএসবি,এসএসএফ সহ পোশাকধারী এবং সাদা পোশাকের প্রায় ৩শ’৯০ জন আইন শৃঙ্খলা সদস্য মাঠে থাকবে।
প্রতিবেদক :আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৮:১০ পিএম, ২৯ নভেম্বর ২০১৭,বুধবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur