চাঁদপুর

চাঁদপুর আল হেরা একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুর আল হেরা একাডেমীর আলোচনাসভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রোবাবার ষোলঘর বিটি রোডে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর টাইমস-এর সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

বক্তাগণ স্কুলের সার্বিক কল্যাণে শিক্ষকদের প্রতি পরামর্শের পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করেন। পড়ালেখার প্রতি মনযোগী হয়ে উচ্চ শিক্ষাগ্রহণ করে দেশ-জাতির প্রয়োজনে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ১২:৩১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার

ডিএইচ

Share