চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট জি, টি রোড এলাকায় আল হেরা একাডেমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তলোনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
এসময় তিনি বলেন ‘ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পড়ালেখার একটি অংশ খেলাধুলা শিক্ষার্থীদের উপযোগী করে তুলে । খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থীও তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করে গড়ে তুলা উচিত। সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা তাদের পড়াশুনার প্রতি আরোও বেশি মনযোগী হয়ে উঠে। সমাজে প্রতিষ্ঠিত ব্যাক্তিরা দেশের উন্নয়নের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এগিয়ে আসা উচিৎ।’
একাডেমির গভনির্ং বডির চেয়ারম্যান অধ্য কাজী আশাদ উল্যাহর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
তিনি বলেন, ‘ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক বিকাশ হয়। তাই অভিভাবকদের বলবো বাচ্চাদের শারীরিক ও সাংস্কৃতিক চর্চার সুযোগ দিতে হবে। সরকার যে বইগুলো দিয়েছে এসব বইয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিষয় রয়েছে। অতিরিক্ত বইয়ের প্রয়োজন নেই এবং অতিরিক্ত বই শিশুদের প্রতি চাপিয়ে দেয়া উচিত হবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকেও সরকার সহযোগিতা করছে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ‘চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি এম শাহীন, দৈনিক ইলশেপাড় প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, লয়েল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট চেয়ারম্যান তোফায়েল আহমাদ, অধ্যক্ষ এস. এম আনওয়ারুল করীম।’
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আরিফুর রহমান, মোঃ আবুবক্কর, মোঃ ইদ্রিস আলী, মিস ফাতেমা আক্তার প্রমুখ।
এসময় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বিকালে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৪০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ