চাঁদপুর আল-হেরা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার (২৮ ফেব্রæয়ারি) সকালে শহরের চেয়ারম্যান ঘাটা জিটি রোডে স্কুল আঙিনায় অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়ার উদ্বোধক হিসেবে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
এসময় তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, একটি সুন্দর মেধাবী ও শিক্ষিত জাতি গঠনে ভালো শিক্ষা ব্যবস্থার পাশাপাশি উন্নত ও প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতিও প্রয়োজন। আমাদের দেশে বর্তমানে সেটা নেই। কারণ এখন সব শ্রেণির পরীক্ষাতেই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। এ অবস্থা চলমান থাকলে জাতি মেধাশূন্য হয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা. মোবারক হোসেন চৌধুরী, দৈনিক ইলশে পাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, লয়েল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়াম্যান তোফায়েল আহমাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল-হেরা একাডেমির গভর্ণিং বডির চেয়ারম্যান অধ্যক্ষ কাজী আসাদ উল্ল্যাহ। সার্বিক তত্বাবধানে ছিলেন, একাডেমির অধ্যক্ষ এস এম আনওয়ারুল করিম।
এসময় একাডেমির অন্যান্য শিক্ষক, অভিববক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur