চাঁদপুর

চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

তিনি বলেন, আজ যে বার্ষিক প্রতিযোগিতা হচ্ছে। তা সকল শিক্ষা প্রতিষ্ঠানেই গতানুগতিক অনুষ্ঠান। আমরা ২০১৮সালেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশের রুপ দেখার চিন্তা করছি। ২০৪১ সালের ভিশনে আমরা পৌঁছবো। তাই আজকের ছোট শিশুরাই আগামি দিনের নাগরিক। তাদেরকে সু-শিক্ষায় যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা শিক্ষার্থীদেরকে গতানুগতিক শিক্ষা না দিয়ে সৃজশনশীলমুখী হতে হবে। তাদেরকে নিয়মিত পাঠদানে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে।

অভিভাবকদের প্রতি অনুরোধ সন্তানদেরকে সুষম খাবার খাবাতে হবে। তাহলেই তারা পড়ালেখার প্রতি মনোযোগী হবে। শিক্ষার্থীকে নৈতিক শিক্ষার দিকে ধাবিত করতে হবে। সন্তানদের সবসময় নজরধারী রাখতে হবে। ছেলে-মেয়েরা যেন লাইনচ্যুত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির,দৈনিক চাঁদপুর খবরের প্রধান সম্পদক এমআই মমিন খান, মাদ্রাসার সভাপতি আব্দুস শুকুর মস্তান।

মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, বিশিষ্ট আইনজীবী ও সাবেক জিপি এডভোকেট শেখ আবুল খায়ের মো. ছালেহ, মাদ্র্রাসার পরিচালনা পরিষদের সদস্য মো. ফরিদ আহমেদ মস্তান, মজিবুর রহমান মস্তান, মুহাম্মদ কামরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
এইউ

Share