চাঁদপুর

চাঁদপুর আল-আমিন একাডেমির ১৫ ছাত্রী অসুস্থ্

‎Monday, ‎11 ‎May, ‎2015 ে 04:53:28 PM

শরীফুল ইসলাম:

অজ্ঞাত ভাইরাসে চাঁদপুর আল-আমিন একাডেমীর ছাত্রী শাখার ১০ম শ্রেনীর ১৫ জন ছাত্রী শ্রেণিকক্ষে অসুস্থ্ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।

একাডেমীর একটি সূত্র চাঁদপুর টাইমসকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে একাডেমীর ছাত্রী শাখার ১ ছাত্রী ইংরেজী ক্লাস চলাকালে অসুস্থ্ হয়ে ভিন্ন ধরনের আচরণ শুরু করলে তাকে অন্যান্য সহপাঠিরা দেখতে গেলে তারাও এক এক করে অসুস্থ্ হয়ে পড়ে।

পরে তাদেরকে  দ্রুত পৃথকভাবে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল, বেসরকারী মিডল্যান্ড হাসপাতাল, পিমিয়ার হাসপাতাল, আল-আমিন হাসপাতালে চিকিৎসা চলেছে….. (ফাইল ছবি)

চাঁদপুরে অজ্ঞাত ভাইরাসে ১৫ ছাত্রী অসুস্থ’ এই লেখাটিতে ক্লিক করে বিস্তারিত দেখুন

Share