চাঁদপুর

চাঁদপুর আলিমপাড়ায় চুরি

‎Thursday, ‎21 ‎May, ‎2015  10:32:47 PM

আশিক বিন রহিম :

চাঁদপুর শহরের হাজী মহসীন রোডে আলিম পাড়ার নূরজাহান ভিলার নিচতলায় ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ভবনের ভাড়াটিয়া নজরুল ইসলাম এসে দেখেন তার ঘরের দরজার তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখতে পায় প্রত্যেক রুমের আলমিরার দরজা খোলা। চোর আলমারি ভেঙ্গে ঘরে থাকা ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান কাপড়-চোপড়সহ ব্যাংকের কাগজপত্র নিয়ে যায়।

নজরুল ইসলাম জানান, ‘আমার পরিবারের অন্যান্য লোকজন ঢাকায় থাকায় আমি রাত পৌণে ১১টায় তালা বন্ধ করে আমার নিজস্ব বাসা আদালতপাড়ায় ছিলাম। সকাল ৯টায় এসে দেখি দরজার তালা ভাঙা। ঘরের সমস্ত মালামাল এলোমেলোভাবে পড়ে রয়েছে। আমি এ ব্যাপারে বাড়ির মালিককে দায়ী করবো। কারণ আমি এর আগে অনেকবার বলেছি গেইটের তালা বন্ধ করে রাখার জন্য। অধিকাংশ সময়েই রাতের বেলা তালা খোলা থাকে।’

বাড়ির মালিক আব্দুল আজিজ জানায়, ‘আমি ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য যখন বের হই তখনো গেটের তালা ঠিক ছিল। নামাজ শেষ করে ৬টার সময় আমি আবার তালা খুলে বাড়িতে প্রবেশ করি। তখন সকাল হয়ে যাওয়ায় আমি আর তালা বন্ধ করেনি। হয়তোবা সেই সময় চোরেরা সুযোগ বুঝে তালা ভেঙে চুরি করে। আনুমানিক সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে চুরির ঘটনা ঘটিয়েছে। যারা এই চুরির সাথে সম্পৃক্ত তারা আগে থেকেই চুরির পরিকল্পনা করছিল।’

এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share