চাঁদপুরে আন্তক্লাব করাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরে সোতোকান কারাতে সেন্টারের আয়োজনে আন্তক্লাব করাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১ এপ্রিল শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অডিটরিয়ামে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের কৃতি সন্তান ৬বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বিখ্যাত গীতিকার কবির বকুল।

প্রতিষ্ঠান পরিচালক ও প্রধান প্রশিক্ষক মো.জসিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪৪জন বিজয়ী ও রানার্স আপ ছেলে মেয়ের হাতে পুরস্কার হিসেবে একটি করে গোল্ড ও ব্রোঞ্জ মেডেল তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি কবির বকুল বলেন,‘আমি ছাত্র জীবনে নিজের আত্মরক্ষার জন্য কিছু সময় কারাতে প্রশিক্ষণ নিয়েছি। যা আমার ব্যক্তি জীবনে কাজে দিয়েছে। আজকে তোমরা যারা এই কারাতে প্রশিক্ষণ নিচ্ছো এক সময় দেখবে সেটা কাজে দিবে। তাছাড়া সুন্দর মন ও শরীর গঠনে কারাতে শিক্ষার বিকল্প নেই। জীবন সুন্দরভাবে গড়তে প্রতিটি ছেলে মেয়েকে আমি বলবো তারা অবশ্যই কারাতে শেখে।’

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কারাতে প্রশিক্ষণ ও ফাইট প্রদর্শন করে।

স্টাফ করেসপন্ডেট, ১ এপ্রিল ২০২২

Share