চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২৬ মে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি জেলা ট্রাফিক বিভাগকে অবগত করার পাশাপাশি মোটর সাইকেলের মালি মোঃ ফারুক হোসেন চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।
লিখিত অভিযোগে কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মোঃ সেকান্দর আলীর পুত্র মো. ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি চাঁদপুর বিআরটি অফিসে কাজে আসেন। এসময় তিনি নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি (DISCOVER 100 CC) পাশ্ববর্তী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের পাশে গাড়ি রাখার স্থানে রাখেন। যার নাম্বার চাঁদপুর-হ-১১-৬৯৯৩।
ইঞ্জিন নং-JBZWJK94861, চেসিস নং- MD2A14AY7JWK 86922। মোটর সাইকেলটির সাথে লাল খইরী একটি হেলম্যাট ছিল।
কাজ শেষে ফিরে এসে দেখেন সেই জায়গা থেকে অজ্ঞাতনামায় কে বা কারা তার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করার পরেও মোটর সাইকেলটি কোথায় খুঁজে পাননি।
মো. ফারুক হোসেন বলেন, ‘আদালত এলাকা হলো সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত এলাকা। এখান থেকে গাড়ি চুরি হলে আমরা কোথায় যাবো। তিনি গাড়িটে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
পাশাপাশি তার মোবাইল নাম্বারে ০১৭১১-৭১২৯১৩ যোগাযোগ করার অনুরোধ জানান।’
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৬ মে ২০২২