চাঁদপুর

চাঁদপুর আদালত এলাকায় ধুমপানের দায়ে ৩ জনকে অর্থদণ্ড

চাঁদপুর কোর্ট প্রঙ্গনে ধুমপান করায় মঙ্গলবার সকালে ৩ জনকে অর্থদণ্ড দিয়েছে করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো, মঈনুল হক কোর্ট প্রঙ্গনে তাদের ধুমপান করতে দেখে ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মতলব দক্ষিন উপজেলার মো. খালিদ (৪৫), মতলব উত্তর উপজেলার সপন মোল্লা (৩৮) ও হাজীগঞ্জ উপজেলার মাহবুব (৬০)কে ৫০ টাকা করে মোট ৩ জনকে ১শ’ ৫০ টাকা অর্থ দেওয়া হয়।

এনডিসি মো, মঈনুল হক জানান, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইনের ২০০৫ এর ৪ধারা ভঙ্গের অপরাধে ৪এর ২ধারায় ৩জনকে ৫০ টাকা করে মোট ১শ’ ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তাদেরকে ভবিষ্যৎতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ২: ৩৩ এএম, ১২ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ

Share