চাঁদপুর জজ আদালতে হাজিরা দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক সহ অন্যান্য নেতৃবন্দ।
৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের আদালতে (বদলী কোর্টে) হাজিরা দিয়েছেন।
চাঁদপুর পৌর অডিটোরিয়াম সংলগ্ন ও চাঁদপুর সদর- হাইমচর আসনের সংসদ সদস্যের বাসার সামনের বিষ্ফোরক দ্রব্য আইন ও জনতাবদ্ধ অনাধিকার প্রবেশ করত মামলায় এ আসামীরা আদালতে হাজিরা দেন।
এ মামলার বাদি ছিলেন আওয়ামীলীগ নেতা রামদাসদী এলাকার মোঃ শাখাওয়াত খান।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড.সেলিমউল্লা সেলিম, অ্যাড. কামালউদ্দিন আহমেদ, অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাড.বাবর বেপারী, অ্যাড.শাহেদুল হক মজুমদার সোহেল,অ্যাড. আলম খান মঞ্জু,অ্যাড.নূরুল আমিন খান আকাশ, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম সহ অনান্য আইনজীবীগন।
জেলা বিএনপির আহবায়কসহ অনান্য নেতৃবৃন্দের হাজিরা উপলক্ষে সকাল থেকেই জেলা যুবদল, জেলা স্বেচ্চাসেবক দলের নবাগত কমিটির আহবায়ক হযরত আলী ঢালী,যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, যুগ্ম আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকঃ আশিক বিন রহিম,৩ ফেব্রুয়ারি ২০২১