চাঁদপুর আদালতে জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ নের্তাকর্মীরা হাজিরা দিয়েছেন। মঙ্গলবার (২০ মার্চ) বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের আদালতে এসটিসি ৭৩/১৬ মামলায় হাজিরা দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ঘোষেরহাট এলাকার বসু পাটওয়ারী বাড়ির সামনে ও সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন এলাকায় গাড়ী পোড়ানো মামলায় জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক অ্যাড. সলিম উল্লা সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেন।
এদিকে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর আদালতে আসলে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখক নেতাকর্মীরা এসে আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়।
আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, অ্যাড. আব্দুল্লাহ হিল বাকী, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন, অ্যাড. আ. রহিম পরান, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরামসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
প্রতিবেদক- আশিক বিন রহিম