চাঁদপুর কুমিল্লা মহা-সড়কের ষোলঘর এলাকায় আদর রেস্টুরেন্ট এন্ড সুইটস্ হোম- এর শুভ উদ্বোধন হয়েছে। পরিচ্ছন্ন ও নিরিবিলি পরিবেশে মানসম্মত খাবারের নিশ্চয়তা নিয়ে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ হোটেলটি যাত্রা শুরু করে।
ফিতা কেটে এর- উদ্ধোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর টাইমস এর প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলসহ অতিথিবৃন্দ।
আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা ও উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন হোটেলের সত্ত্বধিকারী ভাষ্কর দে, ম্যানাজার রিপন, ক্যাশিয়ার মিলন।
আদর রেস্টুরেন্ট এন্ড সুইটস্ হোম এর স্বত্ত্বাধিকারী ভাষ্কর দে জানান, ‘চাঁদপুরের ভোজনপ্রিয় মানুষদের কিছুটা ভিন্ন স্বাদের দেশিয় খাবার পরিবেশনের নিশ্চয়তা নিয়েই এই হোটেলটি যাত্রা শুরু করেছে। এখানে খাবারের পাশাপাশি সুস্বাদু খীর, দদি, মিস্টি ও রসমালাই পাওয়া যাবে।’
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ২: ৪০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur