চাঁদপুর আজিজ ব্রাদার্সের শুভ হালখাতা ১৪২৩ ও রড, সিমেন্ট রিটেইলার্স সম্মেলন-২০১৬ বুধবার (১ জুন) বিকাল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাবে আলোচনা সভা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
আজিজ ব্রাদার্সের পরিচালক মোঃ আব্দুল আজিজ মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিঃ এর জিএম (সেলস) এমএস মামুনুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোলসিমের ডেপুটি ম্যানেজার খন্দকার তাজরুল হাসান, হাইডেল বার্গ সিমেন্ট বাংলা লিঃ এরিয়া সেলস হেড জয়ন্ত সাহা, আনোয়ার ইস্পাতের সহকারী ব্যবস্থাপক বিল্লাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিঃ সিনিয়র ম্যানেজার মনসুর মোর্শেদ।
র্যাফেল ড্র পরিচালনা করেন হোলসিমের এক্সজিকিউটিভ আসাদুজ্জামান।
সবশেষে রিটেইলার্স এবং র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ]মাজহারুল ইসলাম অনিক[/author]: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ১ জুন ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur