প্রতিবারের ন্যায় এবারো ঈদুল ফিতরের জামায়াত আউটার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। সেই লক্ষে শনিবার (০২ জুলাই) আউটার স্টেডিয়ামের সোনালী অতিথ ক্লাবে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সাধারণ সম্পদাক শাহ জাহান পাটওয়ারীর পরিচালনায় অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্ঠা আব্দুর রশিদ সর্দার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সাত্তার মিয়া, প্রফেসর আব্দুল জাব্বার মিয়া, কামলা মুন্সি সহ অ্যাডভোকেট জাহাঙ্গীর খান, মাওলানা জসীম উদ্দিন, ডা. আব্দুর রহমান, সাংবাদিক মিজান লিটন, সার্জেন্ট আবু তাহের, জাহাঙ্গীর হোসেন, শরীফ সরকার, মিলন প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দরা মাঠ পরিদর্শন শেষে সিদ্ধান্ত উপনিত হয় যে, এবারের ঈদুল ফিতর আবহাওয়া অনুকুলে থাকলে অবশ্যই এ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে।
এ জন্য প্যান্ডেল সহ সকল কার্যক্রম এখন থেকেই শুরু করা হবে। এবারেই প্রথম কমিটির সর্বসম্মতিক্রমে এই ঈদ গাহে নারী মুসল্লীদের জন্য নামাজের সু-ব্যবস্থার আয়োজন করা হচ্ছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ এএম, ৩ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur