Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / চাঁদপুর আইসোলেশন থেকে পালালো করোনা রোগী, অত:পর…
করোনা রোগী

চাঁদপুর আইসোলেশন থেকে পালালো করোনা রোগী, অত:পর…

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে শেষ রক্ষা হলো না করোনা আক্রান্ত ফরিদগঞ্জের এক রোগীর। চাঁদপুর জেলা পুলিশের সমন্বয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে পুনরায় হাসপাতালের আইসোলেশনে দিয়েছে।

ঢাকার মুদী ব্যবাসয়ী ওই ব্যক্তির (৩৫) নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত জেনেও তিনি গেলো রোববার ফরিদগঞ্জে তার গ্রামেরে বাড়িতে যান। বাড়ির মানুষ তাকে বাড়িতে থাকতে না দেয়ায় তিনি চাঁদপুর সদর হাসপাতালে আসেন। তখন কর্মরত চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল তাকে রিপোর্ট দেখে আইসোলেশনে ভর্তি দেন। কর্তব্যরত ব্রাদার রোগী রিসিভ করার জন্য পিপিই পড়তে গেলে তিনি তা দেখে পালিয়ে যায়।

সেখান থেকেই করোনায় আক্রান্ত ব্যক্তি বিকেল সাড়ে ৩টায় পালিয়ে যান। পরে তার মোবাইল ট্যাকিং করে তাকে ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চরহোগলা গ্রাম থেকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। তার বাড়ি ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া গ্রামে।

চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, ওই ব্যক্তির রিপোর্ট দেখে তাকে আইসোলেশনে ভর্তি দেয়া হয়। এরপর হাসপাতাল থেকেই তিনি পালিয়ে যান। পরে থানা পুলিশকে জানানো হয়।

মডেল থানার ওসি (তদন্ত) হারুন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোবাইল ট্রেকিং করে তাকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। রোগী এখন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই আছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানায় ‘ফরিদগঞ্জের করোনা রোগী চাঁদপুর থেকে পালিয়েছে এমন সংবাদ পাওয়ার পর রোগীর মোবাইল নাম্বার ট্রেকিং করে উপজেলার চরবড়া‌লির মহব্বত আলী বেপারীর পাশের ডাক্তার বা‌ড়ির কাছের বাগান থে‌কে তা‌কে খুঁ‌জে বের করে তাকে রাত সোয়া ১০ টার দিকে তাকে পুনরায় চাঁদপুর আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়।

ওসি আরো জানানয়, রুগীর সা‌থে নিরাপদ দূরত্ব বজায় রে‌খে জিজ্ঞাসাবা‌দে রোগী জানায় সে ঢাকা থে‌কে ভে‌ঙ্গে ভে‌ঙ্গে বি‌ভিন্ন ভাড়া মোটর সাই‌কে‌লে ক‌রে চাঁদপুর আসে। চাঁদপুর সদর হাসপাতাল থে‌কে পা‌লি‌য়ে অজ্ঞাত নামা রিজার্ভ সিএন‌জি যো‌গে ফ‌রিদগঞ্জ চ‌লে আসে। পু‌লি‌শি তাকে ধরতে আসবে ভেবে বাগা‌নে ল‌ুকি‌য়ে ছিল। তা‌কে খুঁ‌জে বের করার ব্যাপা‌রে রুগীর প‌রিবা‌রের সবাই এবং এলাকার স‌চেতন লোকজন সহযোগিতা করেছে।

প্রতিবেদক : শিমুল হাছান, ২৬ এপ্রিল ২০২০