Home / শীর্ষ সংবাদ / চাঁদপুর আইসোলেশন করোনা উপসর্গে নারীসহ তিনজনের মৃত্যু
আইসোলেশনে

চাঁদপুর আইসোলেশন করোনা উপসর্গে নারীসহ তিনজনের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুশীল সাহা (৬০), শহরের বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০) ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০)।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন সুশীল সাহা। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি রাত ৯টার দিকে মারা যান।

রাত সাড়ে ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার লাভলী আক্তার। রাত সাড়ে ১২টার দিকে তিনি চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।

অন্যদিকে মোহাম্মদ হোসেন করোনা উপসর্গ নিয়ে রাতে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, সকালে মৃত তিনজনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় বুধবার পর্যন্ত ৫১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১৪২ জন।

স্টাফ করেসপন্ডেট,১৮ জুন ২০২০