চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী সমন্বয় সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেষ্ঠ আইনজীবী রুহুল আমিন।
অ্যাডভোকেট বদিউজ্জামান কিরনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ শেখ অাব্দুল লতিফ, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বার অ্যাডভোকেট অামান উল্ল্যা, অ্যাডঃ শহীদ উল্যা পাটওয়ারী, অতিরিক্ত পিপি দেবাশিষ কর মধু, সভাপতি প্রার্থী আলহাজ্ব অ্যাডঃ মোঃ আহছান হাবীব, সাধারন সম্পাদক প্রার্থী অ্যাডঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডঃ বদুরুল অালম চৌধুরী অ্যাডঃ রোমানা অাফরোজ।
বক্তারা বলেন, স্বাধীনতা স্বপক্ষের শক্তি যেন জয়ী হতে পারি সেদিকে খেয়াল রেখে প্যানেলের সবাইকে ভোট দিবেন। সকল মতভেদ ভুলে নিজ নিজ ভোট দিয়ে প্যানেল জয়ী করবেন আশা করি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে
আমাদের পুরো প্যানেল নির্বাচিত হয়ে উপহার দিব। প্যানেলের প্রতি লক্ষ্য রেখে ভোট দিবেন, ব্যাক্তি চিন্তা করে ভোট দিলে কখোনই প্যানেল জয়ী হবে না।
আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদের মনোনীত প্রার্থিরা হলো- সভাপতি পদে আলহাজ্ব অ্যাডঃ মোঃ আহছান হাবীব, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ সহিদ উল্যাহ কায়সার, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ এম. এ হালিম পাটওয়ারী, সাধারন সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোহাম্মদ গোলাম কাউছার শামিম , সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ সালমা আক্তার, সম্পাদক সমাজ কল্যান ও সেমিনার পদে অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোহাম্মদ নুরুল আমিন খান, রানিং অডিটর পদে অ্যাডঃ আজিজুল হক হিমেল, চেয়ারম্যান রেজিষ্টারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আল আমিন হোসেন উজ্জ্বল, সম্পাদক রেজিষ্টারিং অথরিটি পদে অ্যাডঃ প্রভাষ চন্দ্র সাহা, সদস্য রেজিষ্টারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ শাখাওয়াত হোসেন শেখ, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম খান ও অ্যাডঃ মোঃ সাফায়েত হোসেন তালুকদার।
পবিত্র কোরআন পাঠ করেন অ্যাডভোকেট কাজী অাব্দুল বারি ও পবিত্র গীতা পাঠ করেন অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার।
উল্লেখ্য চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন -২০২১ এর প্রধান নিবাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মোঃ ইব্রাহীম খলিল। রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এমরান হোসেন। সহকারী নিবাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মাইনুল আহসান ও জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ তৌহিদুল ইসলাম তরুন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,২১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur