চাঁদপুর

চাঁদপুর আইনগত সহায়তা কমিটির ১৪৪ তম সভা

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ১৪৪তম মাসিক সভা সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা অধিকার বঞ্চিত ও নির্যাতিত গরিব-দুঃখী জনগণকে সরকারি খরচে সরাসরি জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা দিয়ে থাকে। অসহায়, নিঃস্ব ও দুঃস্থ জনগণের জন্য সরকারি উদ্যোগে আইনজীবী নিয়োগ, আইনজীবী ফি প্রদান, বিনামূল্যে বিভিন্ন ফি সহ অন্যান্য খরচ বহন করে থাকে। অথচ সরকারি খরচে আইনগত এ সেবা গ্রহণের উপযুক্ত অনেক মানুষ এখনো এ সম্পর্কে অবহিত নয়। এ বিষয়ে আরো বেশি প্রচার-প্রচারণা চালাতে হবে। প্রয়োজনে মসজিদ, মন্দির সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে প্রচারণা চালাতে হবে।’

সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজ মো. সেলিম মিয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান, যুগ্ম জেলা জজ মুর্শিদ আহম্মেদ, জেলা লিগ্যাল এইড অফিসার বেগম শুভ্রা চক্রবর্তী, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম, জেলা সুপার মো. মঈন উদ্দিন ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যডা. মো. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলী আজগর, পিপি অ্যাড. আমানউল্যাহ, বিশেষ পিপি (নারী ও শিশু) অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদারসহ অন্যান্য সদস্যবৃন্দদ।

আশিক বিন রহিম
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার
ডিএইচ

Share