চাঁদপুর আইডিয়েল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার (১৪ মে )সকাল ১০ টায় জিটি রোডে প্রতিষ্ঠানটির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিনের প্র্রকাশক ও সম্পাদক মো. রোকুনুজ্জামান ।
তিনি বলেন, চাঁদপুর আইডিয়েল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজনে মনে হয় বিদ্যালয়টি ভালো ম ানের। ২০০৪ সাল প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এলাকায় শিুশু শিক্ষায় অবদান রাখছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের আন্তরিকতার কারণে অভিভাবকগণ তাদের সন্তানদের এখানে পাঠান। আমি মনে করি কর্তৃপক্ষের এ প্রচেষ্টা অব্যাহত থাকলে এটি এক সময় স্কুল নয়, কলেজে পরিণত হবে বলে তার বক্তব্যে বলেন।
শিক্ষকদের বলেন, কোমলমতি শিশুদের শিক্ষা গ্রহণের এটিই উত্তম সময়। এ সময় তাদেরকে যা শিখানো হবে, তাই শিখবে। বড়দের সম্মান করা, বিদ্যালয় আসা-যাওয়ার পথে সকলকে সালাম দেয়া। এ ধরনের শিক্ষা এখন থেকেই তাদেরকে দিতে হবে।
এ ক্ষেত্রে অভিভাবকদেরও ভূমিকা থাকবে। শিশুরা পিতা-মাতার কাছে বেশি সময় থাকে। তাই তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে।
শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। ক্রীড়া প্রতিযোগিতার ৩৭ ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
: আপডেট বাংলাদেশ সময় ৯:০৫ পিএম, ১৪ মে ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur