জবস

চাঁদপুর অযাচক আশ্রমে সমাহিত কবিরাজ সুখরঞ্জন ব্রক্ষচারী

চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রক্ষচারীকে সোমবার সকালে চাঁদপুর অযাচক আশ্রমে ধর্মীয় বিধানমতে সমাধিস্থ করা হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫টায় ঢাকা বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।সোমবার সকালে কবিরাজ সুখরঞ্জন ব্রক্ষচারীর মরদেহ চাঁদপুরে আনা হলে অখণ্ড সংগঠনের ভক্তরা তাকে শেষ বারের মতো এক নজর দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদপুর অযাচক আশ্রমে ছুটে আসেন।এখানে এসে ভক্তরা কান্নায় ভেঙ্গে পরেন।সুখরঞ্জন ব্রক্ষচারী দীর্ঘ্য এক মাস ধরে শ্বাস কষ্টজনিত রোগে ভোগছিলেন।

চাঁদপুরে চিকিৎসা শেষে শুক্রবার অসুস্হ্য হয়ে পরলে দ্রুত তাকে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রক্ষচারীকে বারডেম হাসপাতালে নিয়ে লাইফ সাপোটে রাখা হয়।

চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রক্ষচারী প্রায় ৩২ বছর ধরে চাঁদপুরে দায়িত্ব পালন করেন।মৃত্যু কালে বয়স হয়েছিল ৭০ বছর।তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

সোমবার সকাল ৯ টায় সুখরঞ্জন ব্রক্ষচারীর মরদেহ আশ্রমে আনা হলে শত শত নারী পুরুষ ভক্তরা কান্নায় ভেঙ্গে পরেন।তাদের পরম গুরু সুখরঞ্জ ব্রক্ষচারীর মৃত্যু যেন স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছিলনা।স্নান শেষে কবিরাজ সুখরঞ্জ ব্রক্ষচারীর মরদেহ ভক্তদের জন্য ছোট মঞ্চের উপর এনে রাখা হয়।

তখন ভক্তরা অখণ্ড সমবেত প্রার্থনার মাধ্যমে তাকে শেষ বিদায় জানান।তার কর্মময় জীবন নিয়ে স্মৃতি চারন করেন চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ, মেয়র প্রার্থী এডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহা পরিচালক কাজী শাহাদাতসহ আরো অনেকে।এ সময় সুখরঞ্জ ব্রক্ষচারীর মরদেহ শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপুমনির পক্ষে, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ জাহিদুল ইসলাম রোমান, সুজিত রায় নন্দির পক্ষে, জেলা পূজা উর্দযাপন পরিষদ,কালিবাড়ি মন্দির, হরিবোলা সমিতি চাঁদপুর মহা শশ্মান,গোপাল জিউর আখড়া, হাজীগঞ্জ অখণ্ড সংগঠন,ইর্সকন, জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ,দাসপাড়া কালি মন্দির, পুরান বাজার জগন্নাথ মন্দির,অযাচক আশ্রম, চাঁদপুর অখণ্ড সংগঠন,সম্মিলিত অখণ্ড সংগঠন,রাধা কৃষ্ণ গোপাল মন্দির সহ বিভিন্ন ধর্মিয় প্রতিষ্ঠান।

এ সময় উপস্হিত ছিলেন চাঁদপুর পৌরসভার মমেয়র নাছির উদ্দিন আহমেদ, মেয়র প্রার্থী এডঃ জিল্লুর রহমান জুয়েল,ফরিদগঞ্জ উপজেলা পপরিষদ চেয়ারম্যান এডঃ জজাহিদুল ইসলাম রোমান,অজয় কুমার ভৌমিক,তমাল কুমার ঘোষ, গোপাল চন্দ্র সাহা, মিরসাইল পূর্ব গোবিন্দপুর অখন্ড মন্ডলির গোপাল চন্দ্র দেবনাথ,বিজয় দে, শংকর চন্দ্র দেবনাথ, জামালপুর অখন্ড সংগঠনের সুজন রায়,রবীন্দ্র দাস, চট্টগ্রাম উত্তর অখণ্ড সংগঠনের হৃদয় ভঞ্জন দে, নারায়নগঞ্জ অখণ্ড সংগঠনের প্রনব কুমার সাহা,মগবাজার অখণ্ড সংগঠনের পলাশ ককুমার দাস, বাংলাদেশ অখন্ড সংগঠনের সুজিত রায়,তাপস কুমার সরকার,চাঁদপুর অখণ্ড সয়গঠনের সাধারন সম্পাদক ডি কে মৃণাল সহ ভক্তগন।পরে সুখরঞ্জ ব্রক্ষচারীরকে চাঁদপুর অযাচক আশ্রমেই সমাধিস্হ করা হয়।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,২৮ সেপ্টেম্বর ২০২০

Share