চাঁদপুর

চাঁদপুর অযাচক আশ্রমে শ্রী রতন লাল নবাগত মাহারা‌জ হি‌সে‌বে যোগদান

শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংদেব এর বংশধর শ্রী রতন লাল গঙ্গোপাধ্যায় পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ নিযুক্ত হয়ে‌ছেন।

অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এর পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ প্রয়াত শ্রদ্ধেয় সুখরঞ্জন ব্রহ্মচারীর প্রয়াণের পর চাঁদপুর অযাচক আশ্রমের বোর্ড অব ট্রাস্ট এর সর্বসম্মত সিদ্ধান্ত ও প্রস্তাবক্রমে চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদ এবং বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের যৌথ সমর্থনের আহ্বানের পরিপ্রেক্ষিতে শ্রী রতন লাল গঙ্গোপাধ্যায় অধ্যক্ষ নিযুক্ত করা হ‌য়ে‌ছে।

বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরমপূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারী (ভক্তদের শ্রী শ্রী দাদা মণি) সুদীর্ঘ কাল যাবৎ স্বামী স্বরূপানন্দের প্রতিষ্ঠিত ভারতের সাবেক বিহারের বর্তমান ঝাড়খণ্ড প্রদেশে অবস্থিত পুপুনকীতে দি মাল্টিভার্সিটির একনিষ্ঠ সেবক স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এর পিতৃব্য (কাকা)-শ্রী জগদীশ চন্দ্র গঙ্গোপাধ্যায় এর কনিষ্ঠ পুত্র তৎকলীেন চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট চিকিৎসক ডাঃ শ্রী হিরালাল গঙ্গোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র শ্রী রতন লাল গঙ্গোপাধ্যায়কে পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ পদে নিযুক্ত করেন ।

পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ পদে নিযুক্ত হবার পর ৩ ডি‌সেম্বর বুধবার সন্ধ্যায় তিনি সুদূর ভারত থেকে চাঁদপুর অযাচক আশ্রমে শুভ পদার্পন করেন।বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন ও চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদ এবং চাঁদপুর অযাচক আশ্রমের ছাত্রবৃন্দসহ সর্বস্তরের কর্মীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জ্ঞাপন করেন । আশ্রম অঙ্গনে প্রবেশ এর পর পরই তিনি আশ্রম অঙ্গনে স্থাপিত শ্রীশ্রী ওঙ্কার

বিগ্রহ এবং পরমারাধ্য গুরুদেব অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এর প্রতিচিত্রে মাল্যদান করে অন্তরের গভীরতম প্রদেশ হতে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর পরই আশ্রমের অফিসকক্ষে শ্রী রতন লাল গঙ্গোপাধ্যায়ের একসময়ের বাল্য বন্ধুশ্রী চিররঞ্জন রায়, শ্রী অজয় কুমার ভৌমিক, জনাব মনির আহম্মদ, জনাব মাহবুবুর রহমান সেলিম, ডাঃ শ্রী প্রণব কুমার রায় চৌধুরী এসে সুদূর অতীতের স্মৃতি রোমন্থন করেন ও আলোচনায় অংশ গ্রহণ করেন। সে সাথে আশ্রমের সদস্যবৃন্দসহ সকলে মহা আনন্দে মেতে উঠেন। এ সময়ে এক পর্যায়ে তা‌বে স্মৃতি কাতর ও আবেগ তাড়িত হয়ে কান্নায় ভেংগে পড়তে দেখা যায় ।

৪ ডি‌সেম্বর শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের নির্ধারিত সাপ্তাহিক সমবেত উপাসনায় অংশগ্রহণের পর অধ্যক্ষ রূপে দায়িত্ব গ্রহণে প্রাক্কালে তাঁর শুভ অভিষেক অনুষ্ঠিত হয় ।

উক্ত অভিষেক অনুষ্ঠান শুরুর প্রারম্ভে বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরমপূজনীয় শ্রীশ্রী তপন ব্রহ্মচারী(ভক্তদের শ্রী শ্রী দাদা মণি)
এর বাংলাদেশস্থ প্রতিনিধি শ্রী প্রবাল চৌধুরী, শ্রী রতন লাল গঙ্গোপাধ্যায়ের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে
অধ্যক্ষ হিসেবে নিয়োগের নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। এর পর পর চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব
ট্রাস্ট এর সচিব শ্রী মৃণাল কান্তি দাশ এবং চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তাপস
কুমার দাশসহ অসংখ্য ভ্রাতৃবৃন্দ ও তাঁর বন্ধুরা তাঁকে মাল্যদানে ভূষিত করেন ।

বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের পক্ষে শ্রী তাপস কুমার সরকার, শ্রী প্রশান্ত কুমার দেব, শ্রী সুধাংশু সূত্রধর, শ্রী
গৌতম সাহা, অধ্যাপক শ্রী রাধেশ্যাম কুরী, শ্রী অঞ্জন দাশ, শ্রী মা সামগ্রী তাঁকে অর্পণ করেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন -চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সম্মানিত
সভাপতি শ্রী দুলাল চন্দ্র দাশ।

অধ্যক্ষ রূপে অধিষ্ঠিত হবার পর চাঁদপুর বাসীর পক্ষ থেকে সর্বাঙ্গীন সফলতা কামনা করে বক্তব্য রাখেন শ্রী অজয়
কুমার ভৌমিক এবং উপস্থিত ছিলেন এডভোকেট শ্রী বিনয় ভূষণ মজুমদার, জনাব রফিকুল ইসলাম, শ্রী বাসুদেব
মজুমদার, আল্-আমিন, শ্রী গণেশ সিংহ, শ্রী বাসুদেব মজুমদার, সাংবাদিক শ্রী বিমল চৌধুরী। এরপর নবনিযুক্ত অধ্যক্ষ শ্রী রতন লাল গঙ্গোপাধ্যায় তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং দায়িত্ব পালনে সকলের সর্বাত্মক
সহযোগীতা প্রত্যাশা করেন।

অতঃপর নব নিযুক্ত অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে চাঁদপুর অযাচক আশ্রম উপদেষ্ঠা পরিষদ, পরিচালনা পরিষদ, অখণ্ড মাতৃ সংগঠন এবং অখণ্ড যুব সংঘের কমিটি গঠিত হয়।

মধ্যাহ্নে প্রচুর ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীকে মহাপ্রসাদে আপ্যায়িত করা হয়।

প্রতিবেদক:শরীফুল ইসলাম, ৪ ডিসেম্বর ২০২০

Share