চাঁদপুর অযাচক আশ্রমের নব-নিযুক্ত অধ্যক্ষ স্বরূপ ব্রহ্মচারীর দায়িত্বভার গ্রহণ

অখণ্ডমন্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে নব-নিযুক্ত অধ্যক্ষ স্বরূপ ব্রহ্মচারীর শুক্রবার দায়িত্বভার গ্রহণ ক‌রে‌ছেন। বর্তমান বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রীদাদামণি তপন ব্রহ্মচারীজি মহারাজ ভারতের বেনারস অযাচক আশ্রমের উপ-পরিচালক শ্রী স্বরূপ ব্রহ্মচারীকে অধ্যক্ষ পদে নিযুক্ত করেন।

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কলিকাতা ও আগরতলা হয়ে বিমানযোগে ও সড়কপথে চাঁদপুর অযাচক আশ্রমে এসে পৌছালে অসংখ্য ভক্তবৃন্দ তাঁকে স্বাগত জানিয়ে মঙ্গল শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুষ্প বৃষ্টির মাধ্যমে চাঁদপুর অযাচক আশ্রমে বরন করে নেন।

স্বরূপ ব্রহ্মচারী চাঁদপুর অযাচক আশ্রমের প্রয়াত শ্রী সুখরঞ্জন ব্রহ্মচারীজির স্থলাভিষিক্ত হয়েছেন। চাঁদপুর অযাচক আশ্রমের নব নিযুক্ত অধ্যক্ষ শ্রী স্বরূপ ব্রহ্মচারীর দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারী শুক্রবার ব্যাপক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে নব-নিযুক্ত অধ্যক্ষ শ্রী স্বরূপ ব্রহ্মচারীজির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানটি সু-সম্পন্ন হয়।

এই উপলক্ষে সকাল ৮টা ৩০ মিনিটে সমবেত উপাসনা এবং ৯:৪৫ মিনিটে অনুষ্ঠানে অখণ্ড সংঘের সঙ্গ-সংগীতের মাধ্যমে শুরু হয়। সঙ্গ-সংগীতটি পরিচালনা করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট স্বরূপানন্দ সঙ্গীত শিল্পী শ্রী মানিক রায়। শ্রীশ্রী অখণ্ড সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠ করেন চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড-অব-ট্রাষ্টের সদস্য শ্রী অঞ্জন দাস এরপর ভ্রাতা শ্রী মানিক রায় স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন করেন। এরপরে নব-নিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে ফুলের মালা দিয়ে বরন করে নেন চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক এবং চরিত্রগঠন আন্দোলন পরিষদের উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত। এরপর মাল্যদান করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি প্রবাল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত কুমার দে, চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্ৰ দাস, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড-অব-ট্রাষ্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, সদস্য অঞ্জন দাস, মনোতষ সাহা, সঞ্জয় ভৌমিক, প্রনব সাহা, শম্ভু কর্মকার ও শিবু দাস, গৌতম ঘোষ, সুকুমার রায়, প্রিয় লাল ত্রিপুরা প্রমুখ, ঢাকা অখণ্ড মণ্ডলীর পক্ষে অনুপ দাস, চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর পক্ষে তন্ময় তালুকদার ও সজীব দাস রুবেল রাঙামাটি পার্বত্য জেলার পক্ষে সুমন চন্দ্র দে ও লিটন সূত্রধর বৃহত্তর কুমিল্লার পক্ষে সুভাষ দাস, নারায়নগঞ্জ অখণ্ড মণ্ডলীর পক্ষে প্রনব সাহা, অঞ্জন সাহা, ঢাকা মেরাদিয়া অখণ্ড মণ্ডলীর পক্ষে শ্রী অরুন দাস প্রমুখ ভ্রাতৃবৃন্দ। পরিচিতি পর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি শ্রী প্রবাল চৌধুরী । নব নিযুক্ত অধ্যক্ষ মহোদয়ের পরিচিতি পর্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি শ্রী তাপস সরকার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কন্ঠে প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, ডাঃ শ্রী মিলন সরকার, বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুধাংশু সূত্রধর ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক হিমাংশু সূত্রধর, চাঁদপুর জেলার সদর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ও ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী মহোদয় এরপর নতুন অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি গৌতম সাহা, সাধারণ সম্পাদক সুজিত কুমার দে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক রাধেশ্যাম কুরী এবং যুগ্ম প্রচার ও সমাজ কল্যান সম্পাদক শ্রী মৃদুল কান্তি দাস প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রী
মৃনাল কান্তি দাস এবং স্বরূপানন্দ সঙ্গীত পরিচালনায় ছিলেন বাংলাদেশের বিশিষ্ট স্বরূপানন্দ সঙ্গীত শিল্পী শ্রী মানিক রায়। এরপর বাকিলাস্থ উচ্চাঙ্গা অখণ্ড মণ্ডলীতে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্ম উৎসব উপলক্ষে নবনিযুক্ত অধ্যক্ষ স্বরূপ ব্রহ্মচারীসহ প্রায় দুই শতাধিক ভ্রাতা ভগ্নী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বিকাল ৫টায় চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গনে বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন এবং চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Share