চাঁদপুর

চাঁদপুর অটোবাইকের ডিজিটাল স্মার্ট কার্ড প্রদান শুরু

অটোবাইক লাইসেন্স ডিজিটালাইজড করার লক্ষ্যে ২০১৬-১৭ অর্থবছরে ২ হাজার অনুমোদিত নাম্বারের বিপরীতে ডিজিটাল স্মার্ট কার্ড প্রদান শুরু করেছে চাঁদপুর পৌরসভা। সোমবার ১২জুন সকালে পৌরসভায় লাইসেন্স পরিদর্শক অটো বাইক মালিকদের কাছে এ কার্ড প্রদান করেন।

এ সময় চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. মোশারফ হোসেন, সহকারী পরিদর্শক মো. ফারহান জিকু, মো. রফি রাসেল, স্বপন কুমার চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লাইসেন্স পরিদর্শক মো. মোশারফ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ এর নির্দেশে ২ হাজার অনুমোদিত নাম্বারের বিপরীতে ডিজিটাল স্মার্ট কার্ড প্রদান শুরু হয়েছে। ১১ জুন থেকে এ কার্যক্রম শুরু হয়। যারা এখনও এ কার্ড গ্রহন করেন নি। তারা অতি শিঘ্রই পৌরসভা কার্যালয়ে এসে স্মার্ট কার্ড গ্রহনের অনুরোধ জানান এ কর্মকর্তা।
তিনি আরোও বলেন, যে সকল অনিবন্ধিত অটোবাইক রয়েছে
আগামী ২০১৭-১৮ অর্থ বছরে ডিজিটাল স্মার্ট কার্ড দিয়ে অটো বাইক লাইসেন্স এর কার্যক্রম করা হবে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সম ১০: ০০ পিএম, ১২ জুন ২০১৭, সোমবার
ডিএইচ

Share