চাঁদপুর

চাঁদপুরে ৯ ইলিশ জেলের ১ বছর করে কারাদণ্ড

চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে আটক ৯ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ মার্চ) বিকেল ৫টায় চাঁদপুর নৌ-থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরা মনি।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে : মো. রাজিব দেওয়ান (১৯), মোঃ বাদল দেওয়ান (২২), ফারুক মিজি (২১), রিয়াদ হাসান (১৯), মোঃ মনির হোসেন (৩০), নুর মোহাম্মদ (৫৫), জমির হোসেন (২৯), সাকিল হোসেন (১৯) ও সাদেক বেপারী (২৪)। আটককৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া জব্দকৃত নৌকা নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এদের সকলের বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন, উত্তর শ্রীরামদী, যমুনা রোড এলাকার টিলা বাড়ি নদীর পাড়ে। রোববার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মোহা. আবুল হাসিম লিটন, এস.আই শিকদার হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর টিলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯ জেলেকে জাটকা নিধনকালে আটক করে।

এ সময় জেলেদের নৌকায় থাকা ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২টি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Share