Home / চাঁদপুর / চাঁদপুরে ৭ টি ড্রাম ভর্তি জাটকা পাচারকালে একজন আটক
ড্রাম

চাঁদপুরে ৭ টি ড্রাম ভর্তি জাটকা পাচারকালে একজন আটক

চাঁদপুরে বিভিন্ন রংয়ের ৭ টি ড্রাম ভর্তি জাটকা পাচারকালে মিজানুর রহমান বকাউল (৫০) নামের ১ জনকে আটক করেছে পুলিশ।

৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

মিজানুর রহমান বকাউল সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের পশ্চিম কল্যান্দির জহির বকাউলের ছেলে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নে বিভিন্ন রংয়ের ৭ টি ড্রাম ভর্তি জাটকা পাচারকালে মিজানুর রহমান বকাউল কে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই আব্দুল কুদ্দুসসহ সংঙ্গীয় সদস্যরা আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার হেফাজত থেকে ৯০ কেজি জাটকা জব্দ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৪ এপ্রিল ২০২৪