চাঁদপুরে ৭০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

চাঁদপুর গোয়ান্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ বোতল পেন্সিডিলসহ রফিক হাওলাদার (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

১০ জুলাই সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের হাওলাদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত রফিক হাওলাদার ওই বাড়ির মৃত কালু হাওলাদারের পুত্র। 

জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের  ভিত্তিতে চাঁদপুর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনামুল হকের দিক নির্দেশনায় এস আই মাজহারুল হক  সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী রফিক হাওলাদারকে  তার বসত ঘর থেকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গোয়াল ঘরের পেছনে মাটির নিচ থেকে ৭০ বোতল পেন্সিডিল উদ্ধার করেন ডিবি পুলিশ। 

উক্ত আসামীর বিরুদ্ধে  সদর মডেল থানায় মাদক মামলার এজাহার দায়ের করা হয়েছে বলে জানান ডিবি পুলিশ। পরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। 

এ বিষয়ে চাঁদপুর ডিবি পুলিশের এস আই মাজহারুল হক জানান, সোমবার সকালে আমরা গোপন সংবাদ পেয়ে বাগাদী গ্রামে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করি। প্রথমে মাদক ব্যবসায়ী রফিক হাওলাদারকে তার বসতঘর থেকে আটক করার পর তার দেখানো মতে গোয়াল ঘরের পেছনে মাটির নিচ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হই। উক্ত আসামীর বিরুদ্ধে  সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি,১০ জুলাই ২০২৩

Share