Home / চাঁদপুর / চাঁদপুরে ৬৭ জনের করোনা শনাক্ত
corona
করোনা টেস্ট

চাঁদপুরে ৬৭ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে একদিনে এবার ৬৭জনের করোনার শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৪জন, ফরিদগঞ্জের ২১জন, হাজীগঞ্জের ২জন, কচুয়ার ২জন, শাহরাস্তির ১জন, হাইমচরের ২জন, মতলব উত্তরের ১জন ও মতলব দক্ষিণের ৪জন রয়েছেন।

একি দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে ২০জনকে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩০৬টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২১.৮৯%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৪০০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪২জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫১৮৭জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৭১জন। আক্রান্তদের মধ্যে ১৩জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকীরা হোম আইসোলেশনে আছেন।