চাঁদপুরে ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রথামিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম। তিনি তার বক্তব্যে বলেন, যেসব শিশুরা খেলাদুল ও সাংস্কৃতিতে ভালো করে তারা পড়ালেখাতেও ভালো করতে পারবে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি করতে শিক্ষকদের আরো বেশি পরিশ্রমী হতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাতের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা ইসমাত আরা সাফির পরিচালনায় বিশষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রথামিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, সহকারী উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন রাসেল প্রমুখ।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপডেট ৪:৩৬ পিএম, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur