চাঁদপুরে ৫শ’পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৩১ মে মঙ্গলবার আটক ৩ জন কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ৩০ মে সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার উত্তর আশিকাটি গ্রামের শাহজাহান মালেকের মালিকানাধীন স মিলের সামনে থেকে চাঁদপুর সদর মডেল থানার এস আই রাশেদুজ্জামান, এ এস আই আবু হানিফ ও সাখাওয়াত হোসেন সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে তাদেরকে ইয়াবাসহ আটক করেন।
আটককৃতরা হলেনঃ জনি (৩৫), রাসেল ঢালী (২৩)ও সাদ্দাম প্রধানিয়া (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সদর উপজেলার উত্তর আশিকাটি গ্রামের শাহজাহান মালেকের মালিকানা স মিলের সামনে থেকে মাদক ব্যবসায়ী জনি, রাসেল ও সাদ্দাম কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৫শ শতাধিক ইয়াবা পাওয়া গেলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৩১ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur