চাঁদপুর

চাঁদপুরে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ : ৭ জেলার কারাদণ্ড

চাঁদপুরের মতলব উত্তরে পদ্মা মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে সশ্রাম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ ছাড়া রোববার বিকেলে মতলব উপজেলা নির্বাহী কর্মকতা এম এস মফিজুল ইসলাম মতলব উওর উপজেলার মেঘনা নদী থেকে ৫ লক্ষ ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকতা মো: শফিকুর রহমান।

আদালতে সাজাপ্রাপ্তরা হলেন, ফারুক হোসেন (২৫), জয়নাল আবেদীন (৩৫), রাসেল (২০) সর্বপিতা মোহাম্মদ আলী, রুবেল হোসেন (২০) পিতা মতিন ফকির ও সালাউদ্দিন (২৫) পিতা হামিদ ফকির।

তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, দুপুরের দিকে সাজাপ্রাপ্তরা চাঁদপুরের নিষিদ্ধ সীমানায় এসে ইলিশ নিধন করছিলো।

এসময় তাদের হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুইবছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

সকালেও শরিফুল ইসলাম (২২) ও হাসান আলি (২০) নামের আরো দুইজনকে ভ্রাম্যমান আদালতে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share