Home / চাঁদপুর / চাঁদপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
জাল

চাঁদপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের মেঘনা নদী থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দিবাগত রাতে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদরের আলু বাজার ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে কারেন্ট জালগুলো জব্দ করা হয়।

বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ১৫ লাখ ৫০ হাজার মিটার অবৈধ নতুন কারেন্ট জাল নিয়ে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসে একটি যাত্রীবাহী লঞ্চ। সেখানে তল্লাশি চালিয়ে জালগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। তবে জব্দকৃত কারেন্ট জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৮ জানুয়ারি ২০২৩