চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ একজন আটক

চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোষ্টগার্ড।

৩০ জুলাই রোববার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।আটককৃত  মোঃ সাগর ভোলা জেলার বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লঞ্চঘাট এলাকায় ব্যাগ কাঁধে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দেয়া হয়।

আভিযানিকদল কর্তৃক সন্দেহজনক ব্যক্তির ব্যগটি তল্লশি করে ২টি প্যাকেট থেকে মোট ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। 

চাঁদপুর কোষ্টগার্ড স্টেসন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,৩০ জুলাই ২০২৩

Share