চাঁদপুর

চাঁদপুরে ৫৬ হাজার মিটার জাল জব্দ : ৮ জেলের দণ্ড

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে সোমবার(১৭ অক্টোরব) অভিযান চালিযয়ে ৮জেলে, ৪টি ইঞ্জিন চালিত নৌকা, ৫৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করেছে ।

জানা যায় তারা মেঘনার বুনিয়া নামক স্থান থেকে মা ইলিশ শিকার অবস্থায় আটক করা হয়। এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ পর্যন্ত ৮টি মামলা দায়েরকরা হয়েছে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, সোমবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্র্যেট মো. সাইফুর রহমান নৌ-পুলিশের সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিযয়ে ৬ জন জেলেকে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও দু’জনকে ২হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন।

ইলিশ মাছ কোল্ড স্টোরে মজুত, কারেন্ট জাল ও নৌকা জেলা মৎস্য কর্মকতার নিকট হস্থান্তর করেন।

এ ছাড়া রোববার গভীর রাতে অভিযান চালিযনে মেঘনা নদী হতে জেলা টাস্কফোর্স ৪ জন জেলেকে মাছ শিকার অবস্থায় আটক করেছে। এদের প্রত্যেককে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতে ২ বছর করে সাজা প্রদান করেন

জেলা মৎস্য কর্মকতা মো. শফিকুর রহমান জানান, ইতিমধ্যে চাঁদপুরের ৭টি বরফকল বন্ধ রাখা হয়েছে। নদীতে কোস্টগাডের দুইটি টিম দিনে ও রাতে টহল দিচ্ছে।

এছাড়া নৌ -পুলিশ, জেলা প্রশাসনের নৌ-টিম ও মৎস্য বিভাগের মোবাইল টিমের পৃথক পৃথকভাবে নদীতে টহল দিচ্ছে।

<strong> নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময়  ৯:৪৭ পিএম, ১৭ অক্টোবর  ২০১৬, সোমবার

এইউ </strong>

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share