চাঁদপুর ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে চাঁদপুর নৌ-পুলিশ। শুক্রবার (৯ জুন) তাকে চাঁদপুর লঞ্চঘাট থেকে আটক করা হয়।
আটককৃত নারী বরিশালের মাদক ব্যবসায়ী রফিক মিয়ার স্ত্রী হাজেরা খাতুন। তার বাবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার বিসিক মহরীপাড়ায়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ‘নৌ-পুলিশ কনস্টেবল মোহাম্মদ উল্যাহ ডিউটিরত অবস্থায় এ নারীকে আটক করে। আটক নারী জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার স্বামী এসব মাদক ক্রয় করে তাকে সাথে করে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসে। সেখান থেকে সৌদিয়া বাসে করে চাঁদপুরে পৌঁছে বরিশালের উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান নেয়। ইয়াবাগুলো টেকনাফ সীমান্ত থেকে ক্রয় করা হয়েছে। পুলিশের অবস্থায় টের পেয়ে রফিক পালিয়ে যেতে সক্ষম হয়।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ খবরে জানা যায়, তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানিয়েছেন, ‘মাদকগুলো কিভাবে চাঁদপুর নিয়ে আসা হয়েছে তা তদন্ত করে জানা হবে।’
স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সম ৬: ৪০ পিএম , ৯ জুন ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur