চাঁদপুরে পদ্মা ও যমুনার অয়েল কোম্পানীর এজেন্টের তেল বিক্রিত টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে তিনদিন যাবত ট্যাংকলরির হেলপার কালু গাজী নিখোঁজ পরে শহরের কালিবাড়ি মোড থেকে মাইক্রোবাসযোগে অপহরণের পর অচেতন করে টাকা ছিনতাইয়ের নাটক করার ঘটনায় অবশেষে বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার এসআই অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটকের পর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
জানা যায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নন্দনপুর গ্রামের কেশব লাল ভৌমিকের ছেলে তাপস কুমার ভৌমিকের মালিকানাধীন তেলের লরিটি দিয়ে দিয়ে তেল বিক্রি করে সেই তেল বিক্রির টাকা চালকের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়া হয়। কালু গাজী দীর্ঘ তিনবছর যাবত এই কাজ করতেন। ওইদিন রহিম তেল বিক্রির ৪ লাখ ৩০ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য হেলপার কালুর হাতে দেয়। সে এই টাকা নিয়ে তিনদিন ধরে নিখোঁজ থেকে পরে ছিনতাইয়ের নাটক সাজায় এবং অচেতন হবার ভাণ করে শুয়ে থাকে। এ সময় পুলিশ তাকে আটক করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সূত্রে জানা যায়, অবশেষে কালু গাজী শুক্রবার ঢাকা থেকে ময়ুর লঞ্চে চাঁদপুরে বাড়িতে আসে। এসময় স্থানীয় লোকজন তাকে সুস্থ অবস্থায় বাড়িতে আসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে অচেতন হওয়ার নাটক করে বিছানায় পড়ে থাকে। পরে তাকে সেখান থেকে আটক করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। তার পকেট থেকে ৩ লাখ ৯৭ হাজার ২শত ৬০ টাকার পে-অর্ডার উদ্ধার করলেও নগদ অর্থ উদ্ধার করা যায় নি।
হাসপাতালে এসে সুস্থ হয়ে কালু পুলিশকে জানায়, তাকে শহরের কালীবাড়ি মোড় থেকে অপহরণ করে নিয়ে অচেতনের পর টাকা ছিনতাই করে ছেড়ে দেয়। ঢাকা থেকে লঞ্চ যোগে অসুস্থ অবস্থায় চাঁদপুরে আসি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপ চক্রবর্তী চাঁদপুর টাইমসকে জানায়, অচেতন হওয়ার নাটক করে সে টাকাগুলো আত্মসাৎ করেছে। কালুর সহযোগী সোহাগ নাম পরিচয়ে ফোন করে জানায় মঙ্গলবার সকালে কালীবাড়ি থেকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়েছে। এ খবর জানতে পেরে কালুর সহযোগী সোহাগকে থানায় আসতে বলে সে না এসে ফোনটি বন্ধ করে দেয়। যেহেতু কালুকে আটক করার পর তার পকেট থেকে পে অর্ডার উদ্ধার করা হয়েছে। যদি ছিনতাইকারীর কবলে পড়তো তাহলে ছিনতাইকারীরা পে অর্ডারটিও নিয়ে যেতো। এতেই প্রমাণ হয় কালু অচেতন হওয়ার নাটক সাজিয়ে নিজেই টাকা ছিনতাই করেছে।
|| আপডেট: ০৯:২৮ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর