চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৪৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।
রোববার ২৮ আগস্ট দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২২ আনুমানিক ১১৩০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার উত্তর মতলব দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত ট্রলারে ১২ জেরিক্যান (আনুমানিক ৪৮০ লিটার) অবৈধ ডিজেল জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডিজেল বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত অবৈধ ডিজেল ও ট্রলারটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২৮ আগস্ট ২০২২