চাঁদপুরে ৪৫ কিলোমিটার সড়কে বনায়ন হচ্ছে

পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁদপুরে চলতি ২০১৫-১৬ অর্থবছরে ৪৫ কিলোমিটার সড়কের দু’পাশে বনায়ন হচ্ছে।

বন বিভাগের বিধি মতে চাঁদপুরের বিভিন্ন উপজেলা সড়কের দু’পাশের পুরানো ১০ বছরের বেশি বয়সের বিভিন্ন প্রকার ৪৫ হাজার গাছ কেটে ওই সামাজিক বনায়ন করবে বন বিভাগ।

সুবিধা ভোগীদের কথা বিবেচনা করে প্রশাসন ও বন বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও সকল উপজেলায় এবার ৩৫ হাজার বিভিন্ন গাছের চারা সরকারি-বেসরকারিভাবে বিক্রয় ও বিতরণ করার জন্য প্রস্তুত রয়েছে বলে চাঁদপুর বন বিভাগ সূত্রে জানা গেছে।

বন বিভাগের দেয়া সূত্রমতে, চাঁদপুর সদরের ২ কি.মি , হাজীগঞ্জের ১৯ কি.মি , ফরিদগঞ্জের ৬ কি.মি, কচুয়ার ১৩ কি.মি, মতলব উত্তরের ২ কি.মি এবং মতলব দক্ষিণ উপজেলার ৩ কি.মি সড়কে পুরোনো গাছ কাটা হবে ।

সরকারি বিধি অনুযায়ী নিলামে বিক্রি করে পুনরায় ওই জায়গায় ৪৫ হাজার বিভিন্ন প্রকার গাছ রোপণ করে সামাজিক বনায়ন করা হবে।

ভারপ্রাপ্ত বন কর্মকর্ত মো. তাজুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, সরকারি নিয়ম অনুয়ায়ী নিলামে বিক্রি হওয়া অর্থের স্থানীয় গাছ রক্ষণাবেক্ষণকারী সুবিধাভোগীরা ৫৫%, জেলা ৫%, সড়কের মালিক ইউপি বা পৌরসভা অথবা সওজ ২০%, বন বিভাগ ১০% এবং পুনঃ বনায়নে ১০% হারে রাখা হবে।

জেলা বন বিভাগের গাছ রয়েছে এবার ৩৫ হাজার অথচ সামাজিক বনায়ন করতে বাকি গাছ কোথায় পাওয়া যাবে, এমন প্রশ্নের জবাবে তিনি চাঁদপুর টাইমসকে জানান, বেসরকারিভাবে স্থানীয় নার্সারী থেকে প্রয়োজনীয় সংখ্যক গাছ কেনা যাবে।

About The Author

আবদুল গনি
Share