চাঁদপুরে ৩ হাজার ৪শ’ মে. টন মরিচ উৎপাদন

চাঁদপুরে এবার ৩ হাজার ৪শ’মে.টন মরিচ উৎপাদন হয়েছে চাষাবাদের লক্ষমাত্রা রযেছে ২ হাজার ৪ শ’ ১ হেক্টর ।

চাঁদপুরে নদীবিধৌত ,আবহাওয়ার অনুকূল পরিবেশ ,পরিবহনে সুবিধা, কৃষকদের মরিচ চাষে আগ্রহ, কৃষি বিভাগের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রযুক্তি প্রদান ,যোগাযোগ ব্যবস্থার উন্নত, কৃষি উপকরণ পেতে সহজলভ্যতা, বীজ ,সার ও কীটন্শাক ব্যবহারে কৃষিবিদদের পরামর্শ, ব্যাংক থেকে সহজ শর্তে কৃষিঋণ প্রদান ইত্যাদি কারণে চাঁদপুরের চাষীরা মরিচ চাষে আগ্রহী বলে জানিয়েছে চাঁদপুর কৃষি বিভাগ।

বিশেষ করে চাঁদপুরের চরাঞ্চলগুলিতে ব্যাপক মরিচ উৎপাদন হয়ে থাকে ।

খামার বাড়ি চাঁদপুরের সূত্র মতে , চাঁদপুর সদরে চাষাবাদ হয়েছে ৪ শ’ ৯০ হেক্টর এবং উৎপাদন হয়েছে ৭ শ’১০ মে.টন, মতলব উত্তরে চাষাবাদ হয়েছে ৫শ’ ৬০ হেক্টর এবং উৎপাদন হয়েছে ৮ শ’ ১২ মে.টন, মতলব দক্ষিণে চাষাবাদ হয়েছে ২শ’ ৫ হেক্টর এবং উৎপাদন হয়েছে ২ শ’ ৯৭ মে.টন, হাজীগঞ্জে চাষাবাদ হয়েছে ১শ’ ৫ হেক্টর এবং উৎপাদন হয়েছে ১ শ’ ৫২ মে.টন, শাহারাস্তিতে চাষাবাদ হয়েছে ৩০ হেক্টর এবং উৎপাদন হয়েছে ৪৪ মে.টন, কচুয়ায় চাষাবাদ হয়েছে ৬২ হেক্টর এবং উৎপাদন হয়েছে ৯০ মে.টন, ফরিদগঞ্জে চাষাবাদ হয়েছে ১৮ হেক্টর এবং উৎপাদন হয়েছে ২৬ মে.টন এবং হাইমচরে চাষাবাদ হয়েছে ৯ শ’ ৩১ হেক্টর এবং উৎপাদন হয়েছে ১ হাজার ৩ শ’ ৫০ মে.টন।

প্রতিবেদক- আবদুল গনি

Share