চাঁদপুর

চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪

চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে তিন হাজার মিটার কারেন্ট জালসহ চার জেলেকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি ইঞ্জিন চালিত নৌকা ও ১৩০ কেজি জাটকা জব্দ করা হয়।

আটকরা হলেন- শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার তারাবুনিয়া এলাকার দেলোয়ার হোসেন (৪৬), জিয়াউর রহমান (৩৫), মো. সফিক (১৮) ও মো. ইদ্রিস (৪২)।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ মৃধা জানান, কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন করা সব সময় অপরাধ। ০১ মার্চ থেকে দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ কারণে অভিযান চালানো হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশিম বলেন, আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মৎস্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা জাটকা এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া মৎস্য কর্মকর্তা ও রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারির উপস্থিতিতে থানার সামনে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Share